বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এয়ারপোর্টে স্ক্যানার নষ্ট

বাংলাদেশ থেকে সবজি যাচ্ছে না ব্রিটেনে

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ আপডেট: ২০ মার্চ ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে সবজি যাচ্ছে না ব্রিটেনে

পূর্ব লণ্ডনের ষ্ট্রাটফোর্ডে বাংলাদেশি রেষ্টুরেন্টের মালিক খসরুজ্জামান প্রতি সপ্তাহে বাংলাদেশি সবজি কেনার জন্য পাইকারি মার্কেটে সবজি কিনতে যান। গত দু’সপ্তাহ ধরে তিনি বাংলাদেশের সবজি কিনতে পারছেন না। জানা গেছে বাংলাদেশে এয়ারপোর্টে স্ক্যানার নষ্ট হওয়ায় ব্রিটেনে সবজি আসছে না গত দু’সপ্তাহ ধরে।

এতে বিপাকে পড়েছে ব্রিটেনের বাংলাদেশি সবজি ব্যবসায়ীরা। বাংলাদেশী মালিকানাধীন সবজির দোকানে বছরে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডের সবজির বাজার ব্রিটেনে, সেখানে বাংলাদেশ দখল নিতে পেরেছে ৩২ মিলিয়ন পাউন্ড বা ৩৬৫ কোটি টাকা। গত দু’সপ্তাহে অন্তত ১৫ কোটি টাকার বাজার হারিয়েছে বাংলাদেশ।

শনিবার মধ্যরাতে ব্রিটেনের সবজির সবচেয়ে বড় পাইকারি পূর্ব লণ্ডনের নিউ স্পিটার্সফিল্ড মার্কেটে গেলে দেখা যায় বাংলাদেশি সবজির আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের হতাশা।

আনিকা ফ্রুটস এন্ড ভেজিটেবলের স্বত্তাধিকারী আতিকুর রহমান বলেন, বাংলাদেশ থেকে সবজি আসছে না আজকে দু’সপ্তাহ হলো। তারা বলছে এয়ারপোর্টে স্ক্যানার নষ্ট। একটা স্ক্যানার দিয়ে কিভাবে একটা দেশের এয়ারপোর্ট চলে? তিনি বলেন, এই দুই সপ্তাহে শুধুমাত্র তিনিই প্রায় ২০ হাজার পাউন্ডের অর্ডার লস করেছেন।

একই ধরনের হতাশার কথা বলেন মেরিডিয়ান ইউকে লিমিটেডের স্বত্তাধিকারী সোহেল আহমেদ। তিনি জানান, বাংলাদেশের অনেক সবজি ব্রিটেনে এমনিতেই নিষিদ্ধ। এরমধ্যে যাও কিছু আসে সেটাও আজ দু’সপ্তাহ ধরে বন্ধ।

তিনি দেখাচ্ছিলেন তাদের স্টলে বাংলাদেশের কলার থুর, লাউ, কচু মুখী, সুপারী, তালের একটি করে বক্স। সাধারণত এরকম শনিবারের রাতে অন্তত প্রতিটি আইটেমের ৪০/৫০ বক্স থাকে। এখান থেকেই সারা ব্রিটেনের বিভিন্ন বাংলাদেশি গ্রোসারী শপে সবজি সাপ্লাই হয়।

সংলাপ-২০/০৩/০১০/আ/আ

সম্পর্কিত পোস্ট