রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ১ মার্চ ২০২২ | ৭:৫১ অপরাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২২ | ৭:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে বাংলাদেশের নীলফামারীর ডোমার ও রাজশাহীর পুঠিয়ার অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রায় সাড়ে চারশ মানুষকে শীতবস্ত্র দেয় সংগঠনটি। এছাড়াও কানাডার বাংলাদেশি কমিউনিটির সদস্যদের থেকে অর্থ সংগ্রহ করে ক্যালগেরির অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করছে তারা।

এ বিষয়ে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, প্রথমবারের মতো বাংলাদেশের দুটি জেলায় কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, সেবামূলক এ কর্মসূচিতে অংশ নেওয়া ক্যালগেরির প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সংলাপ ০১/০৩/০০৯ আজিজ

সম্পর্কিত পোস্ট