শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশিদের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসতে হবে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১১:০১ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১১:০২ অপরাহ্ণ
বাংলাদেশিদের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসতে হবে

বাহরাইনে বাংলাদেশিদের উন্নয়নে সামাজিক উন্নতি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিকে আরও সম্প্রসারিত করতে হবে। এজন্য শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম এইসব কথা বলেছেন।

সম্প্রতি বাহরাইনের দ্যা ডিপ্লোমেট রেডিসন ব্লো হোটেলে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামকে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজক কমিটির সমন্বয়ক ও চট্টগ্রাম ক্লাবের সভাপতি সিআইপি সফি আহমেদের সভাপতিত্বে ও সমন্বয় কমিটির সদস্য মো. মুজিবুর রহমান ও মাজহারুল ইসলাম নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নূর, ডা. পিকে চৌধুরী আবির, ইঞ্জিনিয়ার বদরুল আলম, বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহন মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম. এ হাসেম, সাংবাদিক ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, উই কেয়ারের প্রতিষ্ঠাতা সবুজ মিলন, ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোহাম্মদ আব্দুল হক, সিয়াম শাহ, আলাউদ্দিন আহমেদ, যুবলীগ বাহরাইন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, এনটিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, একুশে টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি নাজির আহমেদসহ বাহরাইনস্থ রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতারা।

সংলাপ ২৭/০২/০১৩ আজিজ

সম্পর্কিত পোস্ট