শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেনী প্রবাসী ফোরামের নতুন কমিটির অভিষেক সৌদিতে

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ৩:৪৫ অপরাহ্ণ আপডেট: ২০ মার্চ ২০২২ | ৩:৪৫ অপরাহ্ণ
ফেনী প্রবাসী ফোরামের নতুন কমিটির অভিষেক সৌদিতে

সৌদি আরবের রাজধানী রিয়াদে ফেনী প্রবাসী ফোরামের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম।

ফেনী প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার ও নব নির্বাচিত সভাপতি কামালউদ্দিন পাটোয়ারীর যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন বাবলু, আবুল কাশেম, নুরুল আপছার, ফরিদ আহম্মেদ সোহাগ, বাংলাদেশ থেকে আগত মুহাদ্দিস মাওলানা আবদুল কাইয়ুম। এছাড়া উপস্থিত ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, লুৎফুল হক, দাম্মাম এর ব্যবসায়ী শেখ আবদুর রহমান প্রমুখ।

২০২২/২৩ সালের জন্য নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আবদুল আউয়াল, সহ সভাপতি আবদুল্লাহ ফারুক, সহ সভাপতি খায়রুল ইসলাম রতন, সহ সভাপতি মাজহারুল ইসলাম শিমুল, সহ সভাপতি নুরুল আফছার রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ নয়ন, সহ সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাহাজন, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আপছার, সহ সাংগঠনিক সম্পাদক কামাল মির্জা, সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন জাহাঙ্গীর, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ অর্থ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাজু, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন শাহিন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ প্রচার সম্পাদক মো. সৈকত, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আলম সবুজ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক নুর করিম, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল আউয়াল সোহেল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাজিব আহম্মেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক রুবেল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল মমিন মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর ফয়সাল, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম রাজিব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আপছার বাদল, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন বাবুল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাঈদুল হক হোসাইন, সহ আপ্যায়ন সম্পাদক দেলোয়ার হোসেন সুমন, ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম রুবেল, সহ ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক বরকত উল্ল্যাহ ফারুক, ক্রিড়া সম্পাদক মো. মাঈন উদ্দিন মোহন, সহ ক্রিড়া সম্পাদক আবু সাঈদ সোহেল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ার, জাহাঙ্গীর আলিম, ইমাম হোসাইন খোকন, ইমাম হোসাইন সেলিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আবদুল কাইয়ুম, গত আট বছর সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করায় ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আনোয়ারকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয় এবং ফোরামের অন্যতম সংগঠক হিসেবে ঘোষণা করা হয়।

সংলাপ-২০/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট