বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

‘প্লাস্টিকের বিনিময়ে বই’ পরিবেশবাদী সংগঠনের নেতৃত্বে মাসুদ-গিরেন্দ্র

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ
‘প্লাস্টিকের বিনিময়ে বই’ পরিবেশবাদী সংগঠনের নেতৃত্বে মাসুদ-গিরেন্দ্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ পরিবেশবাদী সংগঠনের প্রথমবারের মতো নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গিরেন্দ্র চক্রবর্তী।

সোমবার (৩০ অক্টোবর) আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়। দূষণ প্রতিরোধে এক হয়ে কাজ করার অঙ্গিকার নিয়েই জনকয়েক মেধাবী ও সচেতন শিক্ষার্থী ‘প্লাস্টিকের বিনিময়ে বই’-এর কর্মসূচি শুরু হয়। এর নেতৃত্ব দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বুলবুল। খুব অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে সচেতন শিক্ষার্থীদের কার্যক্রম দারুণ সাড়া পায়।

সংগঠনের সভাপতি মাসুদ রানা বলেন,বর্তমানে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে তা নিয়ে আমরা শিক্ষিত তরুণেরা উদ্ভিগ্ন।বিশেষকরে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার,অব্যবস্থাপনা ও পুনর্ব্যাবহারের অভাব পরিবেশকে হুমকির মুখে ফেলছে। প্লাস্টিকের ব্যবহার কমানো,পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পদযাত্রা।

সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী বলেন,সময় এসেছে পরিবেশ নিয়ে ভাবার,কিছু করার।’প্লাস্টিকের বিনিময়ে বই’ এর মাধ্যমে আমরা কিছু করতে চাই,করে দেখাতে চাই।আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ পরিবেশের রক্ষায় সচেতনতা সৃষ্টি ও বই পড়ার মাধ্যমে মেধাভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলা।

প্রসঙ্গত, সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত, সদস্যদের আত্মোন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণা-প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো নিয়েই গত বছর সংগঠনটির যাত্রা শুরু হয়। এ বছর সংগঠনটির আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হল। এছাড়া,গতবছর প্রাথমিকভাবে গল্প, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান সম্পর্কিত ১০০ বই দিয়ে ‘প্রজেক্ট গ্রন্থমঙ্গল’ কার্যক্রম শুরু করেন আসাদুজ্জামান বুলবুল ও মাসুদ রানা । মাত্র দুই ঘণ্টায় সহস্রাধিক প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিতরণ করা হয় বইগুলো।

সম্পর্কিত পোস্ট