শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রাথমিকে শীতের ছুটি হঠাৎ কমায় ক্ষোভ শিক্ষকদের

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১ | ১:১৫ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ | ১:১৫ অপরাহ্ণ
প্রাথমিকে শীতের ছুটি হঠাৎ কমায় ক্ষোভ শিক্ষকদের

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি ১১ দিনের পরিবর্তে ৬ দিন করা হলেও মূলত ছুটি পাওয়া যাবে তিন দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জারিকৃত পৃথক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি ছিল ১৯ থেকে ২৯ ডিসেম্বর। গত শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে শীতকালীন ছুটি পুনঃনির্ধারণ করে পৃথক আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়েছে, শীতকালীন ছুটি হবে ২৪ থেকে ২৯ ডিসেম্বর।

ফলে ১১ দিনের ছুটি কমে হচ্ছে ৬ দিন। এর মধ্যে ২৪ ডিসেম্বর শুক্রবার, ২৫ ডিসেম্বর বড়দিন আর ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে এমনিতেই বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে শীতকালীন ছুটি ৬ নয়, ৩ দিন পাবেন শিক্ষকরা।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থীর মূল্যায়ন শেষ। এরই মধ্যে অনেক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের অনেকেই এলাকা ছাড়ছে। কিন্তু হঠাৎ ছুটি কমানোয় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার লাখ শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তেজগাঁওয়ের বি কে আফতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, আমাদের আগে থেকে বিষয়টি জানানো হয়েছিল, তাই খুব একটা সমস্যা হচ্ছে না। তবে শিক্ষার্থী কম আসলেও আমাদের ঠিকই ক্লাস করাতে হচ্ছে।

এদিকে, হঠাৎ ছুটি কমানোর সিদ্ধান্তকে অপরিকল্পিত, অমানবিক ও বেআইনি বলে আখ্যা দিয়েছেন শিক্ষক নেতারা। ছুটি বহাল রাখতে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক ও শিক্ষার্থীদের মনে স্বস্তি ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা।

তবে অনেক স্কুলে সরকারি আদেশ অনুযায়ী ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট