শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পিএফইসি গ্লোবালের স্থানান্তরিত চট্টগ্রাম শাখা এখন জিইসি সার্কেলে

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১০:৫০ অপরাহ্ণ আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১০:৫০ অপরাহ্ণ
পিএফইসি গ্লোবালের স্থানান্তরিত চট্টগ্রাম শাখা এখন জিইসি সার্কেলে

এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল তাদের চট্টগ্রাম শাখাকে জিইসি সার্কেলের লেভেল ৫, ইক্যুইটি সেন্ট্রিয়াম, ওআর নিজাম রোড, চট্টগ্রাম- এ স্থানান্তরিত করেছে। চট্টগ্রাম শহরের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সুবিধার্থে এ স্থানান্তর বলে জানান প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা।

এই উদ্যোগটি অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আরও সহজে যোগাযোগ করতে এবং সেবা গ্রহণে সহায়তা করবে।

পিএফইসি গ্লোবালের সিইও এম.ডি. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি স্থানান্তরিত অফিসের উদ্বোধন করেন। এছাড়া চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে পিএফইসি গ্লোবাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম, চিফ অপারেটিং অফিসার মোশাররফ খান ইয়াফি, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহমুদা আক্তার এবং সানশাইন গ্রামার স্কুলের প্রিন্সিপাল সাফিয়া গাজী রহমান উপস্থিত ছিলেন।

এর আগে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সিইও এম.ডি. শহিদুল ইসলাম বলেন, “পিএফইসি গ্লোবাল ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে এবং সর্বোচ্চ সাফল্যের সাথে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। আমরা এডুকেশন এজেন্টদের একটি অসাধারণ অভিজ্ঞ দল গড়ে তুলেছি যারা কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই আবেদন, ভিসা জমা থেকে শুরু করে সব ধরনের সহায়তা প্রদান করে থাকে। শিক্ষার্থীরা আমাদের মাধ্যমে ১০০% পর্যন্ত স্কলারশিপও অর্জন করছে। তাই চট্টগ্রাম শহরের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য অবশ্যই পিএফইসি গ্লোবালের উপর নির্ভর করতে পারে।”

সম্পর্কিত পোস্ট