শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তান পৌঁছাল অস্ট্রেলিয়া

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১:৩১ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১:৪৬ অপরাহ্ণ
পাকিস্তান পৌঁছাল অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি মাত্র টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান পৌঁছাল অস্ট্রেলিয়া দল। সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে ২৪ বছর।

রোববার ভোরে বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছেছে অজি দল। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হোটেলে পৌঁছে তারা। সেখানে তারা একদিন আইসোলেশনে থাকবে পরেরদিন সোমবার অনুশীলন শুরু করবেন।

জানা গেছে, ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ করাচিতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলো ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এছাড়া বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। রঙ্গিন পোশাকের সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

সংলাপ ২৭/০২/০৩ আজিজ

সম্পর্কিত পোস্ট