মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পর্যায়ক্রমে বাড়বে দেশের তাপমাত্রা

প্রকাশ: ৮ মার্চ ২০২২ | ১২:৪২ অপরাহ্ণ আপডেট: ৮ মার্চ ২০২২ | ১২:৪২ অপরাহ্ণ
পর্যায়ক্রমে বাড়বে দেশের তাপমাত্রা

আগামী কয়েকদিন পর্যায়ক্রমে দেশের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৮ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা বেড়েছে ১.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এক দিনের ব্যবধানে বেড়ে হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানান আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ।

সংলাপ/০৩/০৮/০০৪/আ/হো

সম্পর্কিত পোস্ট