বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পর্তুগালে কুলাউড়া সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রকাশ: ২৯ মে ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ আপডেট: ২৯ মে ২০২৩ | ১১:৩৯ অপরাহ্ণ
পর্তুগালে কুলাউড়া সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পর্তুগালে প্রবাসীদের সমন্বয়ে কুলাউড়া উপজেলা সমিতির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়েছে। গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি এক সভায় সংগঠনটির শীর্ষ নীতি নির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী সুমন আহমেদকে সভাপতি ও মো. রনি আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নোমান হোসাইন এবং সিনিয়র সহ-সভাপতি তানভীর মোজাম্মেল সোভনসহ ১৭ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজুসহ ৭ জন, কোষাধ্যক্ষ খালেদুর রহমান তানজুল, প্রচার সম্পাদক ওয়াদুদ অনিক, দপ্তর সম্পাদক জুবেল আহমেদ। এছাড়া ২৪ জন বিষয় ভিত্তিক সম্পাদকসহ ৩৯ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

সভা শেষে সংগঠনটির সভাপতি সবার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, কুলাউড়া সেতুবন্ধন বিনির্মানে শুধু নিজেদের আঞ্চলিকতা উন্নয়নে কাজ নয় সকল জেলা উপজেলা তথা পর্তুগালে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ়তা ব্যক্ত করেন।

সেই সাথে সাধারণ সম্পাদক বলেন, পর্তুগালের সরকারি আইনকানুন অনুসরণ করে উক্ত সংগঠনের সকল ধাপ সম্পন্ন করা হয়েছে। যা গতানুগতিক অন্যান্য সংগঠনের মধ্যে দেখা যায়না। পর্তুগাল কুলাউড়া উপজেলা সমিতি সাংগঠনিকভাবে সকল রীতি নীতি মেনে সবাইকে নিয়ে সফলভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।

সম্পর্কিত পোস্ট