সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পঞ্চগড়ের কৃষিতে বাড়ছে নতুন নতুন আবাদ

প্রকাশ: ২৫ মে ২০২২ | ১২:৩৪ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২২ | ১২:৩৪ অপরাহ্ণ
পঞ্চগড়ের কৃষিতে বাড়ছে নতুন নতুন আবাদ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষিতে বাড়ছে নতুন নতুন আবাদ। এসব আবাদে এখানকার অর্থনীতি সমৃদ্ধ ঘটছে। কৃষিতে ইতিমধ্যে চা শিল্পে তৃতীয় চা অঞ্চলে পরিণত হয়েছে উত্তরের এই সীমান্তবর্তী উপজেলা। কয়েক বছরে নতুন নতুন কৃষি বিপ্লবে চাঙ্গা হচ্ছে অর্থনীতি। এ অর্থনীতিতে বদলে গেছে আর্থ-সামাজিক অবস্থা। পাথর ও চা শিল্প সমৃদ্ধ অঞ্চলে গত তিন বছরে বেশ কয়েকটি নতুন আবাদ লক্ষ্য করা গেছে। কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের তত্ত্বাবধানে লাভবান হচ্ছেন কৃষকরা ।

জানা যায়, নতুন নতুন আবাদ হিসেবে দেখা গেছে, আম, লিচু, ড্রাগন, তরমুজ, মাল্টা, ধান, তেলজাতীয় উদ্ভিদ, ফুল চাষাবাদ হচ্ছে। তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ দপ্তর বলছে, চা সমৃদ্ধ অঞ্চলে কৃষকরা নতুন নতুন আবাদে ঝুঁকছেন। তাদেরকে আগ্রহী করে কৃষিতে নতুন উৎপাদনে বিকশিত হচ্ছে। ৭ হাজার হেক্টর জমিতে আবাদ হচ্ছে নতুন কৃষি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, ধানের আবাদে এসেছে ব্যাপক পরিবর্তন। সারা বছরই আবাদ হচ্ছে ধান। তার মধ্যে আউস, আমন, বোরো আবাদের পর আবাদ শুরু হয়েছে কালো ধান (ব্ল্যাকরাইস)। এ ধানটিকে বর্তমান বিশ্বে নতুন সুপার ফুড বলা হচ্ছে। তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ গ্রামে সাদেকুল ইসলাম সুষম নামের এক স্নাতকোত্তর ডিগ্রিধারি তরুণ দুই বিঘা জমিতে এই ব্ল্যাকরাইস আবাদ শুরু করেছেন। গত বছর তিনি চা বাগানে মাল্টা চাষ করে এ অঞ্চলে চমক লাগিয়েছেন।

ফলের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি আম সূর্যডিম (জাপানের মিয়াজাকি) চাষ হচ্ছে এ অঞ্চলে। এ ফলের আবাদ হচ্ছে সদর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ৮ একর জমিতে সূর্যডিম আমের চাষ করছেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান। একই বাগানে পিউজাই,বারি ফোর,বানানা এবং রেড পালমা প্রজাতের আমের চাষ করছেন তিনি। বাংলাবান্ধা ইউপির ফুটকিবাড়ি গ্রামে চাষ হচ্ছে এশিয়ান বিখ্যাত ড্রাগন ফল। ফলটি চাষ করছেন ওই এলাকার আব্দুল কাদের জিলানী নামের এক তরুণ।

তেলজাতীয় ফসল হিসেবে কোরিয়ান তেল জাতীয় ফসল পেরিলা চাষ হয়েছে প্রথমবারের মতো। সূর্যমুখী ও সরিষার মতো ভোজ্যতেল উৎপাদনের লক্ষে পেরিলার বীজ বপন করা হয়। কৃষি বিভাগের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে ২ একর জমিতে পেরিলা চাষ করেছেন উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী কাজীপাড়া গ্রামের রোকনুজ্জামান নামের এক কৃষক। এছাড়া এ অঞ্চলে সূর্যমুখী, সরিষা ও তিলের আবাদ বেড়েছে।
ফুলের মধ্যে প্রথমবারের মতো চাষ হয়েছে বিশ্বের শীত প্রধান দেশের দামি ফুল টিউলিপ। চলতি বছর জানুয়ারিতে সদর ইউনিয়নের দর্জিপাড়া-শারিয়ালজোত গ্রামে মাত্র ৪০ শতক জমিতে টিউলিপ চাষে সাড়া ফেলেছে। পরীক্ষামূলকভাবে প্রান্তিক নারী চাষিদের উদ্যোগে ফুলটি ফার্ম আকারে চাষ করেছেন বেসরকারি এনজিও ইএসডিও। প্রথমবারের মতো চাষ করা ভিনদেশি এ ফুলটি যেমন ফুল প্রেমিদের আকৃষ্ট করেছে, তেমনি প্রচুর পর্যটকের বিচরণ ঘটেছে এ অঞ্চলে। কৃষির এসব নতুন নতুন আবাদে যেমন একদিকে অর্থনীতিতে সমৃদ্ধি ঘটছে, অন্যদিকে গ্রামীণ কৃষিতে সমৃদ্ধি ঘটাচ্ছে দেশের অন্যতম অর্থনৈতিক খাত পর্যটন শিল্প।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সময়ের সংলাপকে জানান, দিন দিন সমতলের চা সমৃদ্ধ অঞ্চলে নতুন নতুন কৃষি আবাদ হচ্ছে। জাপানের মিয়াজাকি তথা সূর্যডিম আম, আমেরিকার রেড পালমার আম, বিভিন্ন আধুনিক জাতের মাল্টা, ড্রাগন ফল, ব্লাক রাইস ধান, শীত প্রধান দেশের টিউলিপ ফুল চাষ ও তেলজাতীয় ফসল পেরিলা চাষ হচ্ছে। কৃষিতে উদ্ভাবিত নতুন ফসলের আগমনী বার্তা আমরা দ্রূতই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে কৃষকদের জানিয়ে দেই। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষিত করে গড়ে তুলতে কৃষক মাঠ স্কুল, প্রশিক্ষণ ও সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা, প্রণোদনা প্রদান করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট