শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নয়াদিল্লিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ: ৯ আগস্ট ২০২২ | ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: ৯ আগস্ট ২০২২ | ৫:৩৮ অপরাহ্ণ
নয়াদিল্লিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৮ আগস্ট) সকালে জন্মবার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ ইমরানসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় দূতাবাসের বঙ্গবন্ধু হল মিলনায়তনে হাইকমিশনার মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও দূতালয় প্রধান শাহেদ বিন আজিজের সঞ্চালনা এতে অংশ নেন মিনিস্টার (ইকোনমিক) রাশেদুল আমীন। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

হাইকমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনে নেপথ্যে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন। পাশাপাশি রাজনীতির কঠিন মুহুর্তগুলোতে বঙ্গবন্ধুর সাহসী অনুপ্রেরণা হয়ে কাজ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে জাতিকে দেওয়া দিক নির্দেশনামূলক ভাষণের নেপথ্যেও বঙ্গমাতার পরামর্শ ইতিহাসের অংশ হয়ে আছে।

আলোচনা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদদের আত্মার শান্তি কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু হল মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ঘটনাবহুল জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার স্মৃতিবিজড়িত প্রবাস জীবনের আলোকে নির্মিত ‘এ ডটার’স টেল’ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

এ সময়ে দূতাবাসের কর্মকর্তা, আমন্ত্রিত সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণির বিশিষ্টজনরা হল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট