শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুবাই কনস্যুলেটে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

প্রকাশ: ১ জানুয়ারি ২০২২ | ৭:০১ অপরাহ্ণ আপডেট: ১ জানুয়ারি ২০২২ | ৭:০৯ অপরাহ্ণ
দুবাই কনস্যুলেটে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীর দুবাইতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ খায়রুল আলম শেখ।

এতে দুবাই কনস্যুল জেনারেল বি এম জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মুহাম্মদ সারওয়ার আলম, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহ উদ্দিনসহ আমিরাতে অবস্থানরত বিভিন্ন কমিনিউটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্টে পেইজ ও মেয়াদ যত বেশি হবে দিরহাম তত বেশি লাগবে। তাই আপনার যদি কিছুদিন পর পর দেশে যেতে না হয় তাহলে আপনি ৪৮ পেইজ এবং ১০ বছরের মেয়াদ সিলেক্ট করতে পারেন। এতে আপনার দিরহামও কম লাগবে এবং পাসপোর্টের মেয়াদও বেশিদিন থাকবে। যদি শুধু এক দুই বার দেশে যাওয়ার জন্য পাসপোর্ট করে থাকেন তাহলে ৪৮ পেইজ এবং ৫ বছর মেয়াদ সিলেক্ট করুন। যাদের কিছুদিন পর পর দেশে যেতে হয় তারা ৬৪ পেইজ এবং পাঁচ বছর মেয়াদ সিলেক্ট করতে পারেন। কেননা, ৬৪ পেইজে আপনার দশ বছর যাবে না। কারণ আপনাকে কিছুদিন পরপর বাইরের দেশে যেতে হবে।

সম্পর্কিত পোস্ট