বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দুই ভাই ও পুলিশের আক্রমনে বিএনপির মিছিল লন্ডভন্ড

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২২ | ৪:১৮ অপরাহ্ণ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২২ | ৪:১৮ অপরাহ্ণ
দুই ভাই ও পুলিশের আক্রমনে বিএনপির মিছিল লন্ডভন্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ইমন ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীর উপর হামলা করা হয়েছে। সকাল ৯টার দিকে বিএনপি শহরের সেওতা থেকে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ছাত্রলীগের সভাপতি সুমন ও ইমনের নেতৃতে¦ বিএনপির নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়। এর আগে জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা শহরে লাঠিসোটা নিয়ে মহরা দেয়। এ ঘটনায় বিএনপির ৪ জন নেতাকে আটক করা হয়েছে।
এরপর দুপর দেড়টা দিকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএপির সভাপতি জানান, বিএপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯টা দিকে একটি শান্তিপূর্ন মিছিল বের করা হলে। খালপাড় এলাকায় পুলিশ বাধা সৃষ্টি করে। এসময় পুলিশ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ইরাদ কৌরাইশি সুমন বলেন, সকালে আমরা ছাত্রলীগ শহরে শান্তিপূর্ন ভাবে একটি মিশিল করেছি। বিএনপির নেতা কর্মীদের সাথে আমাদের কোন সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএপির নেতা কর্মীরা ছাত্রলীগ এবং আমাদের দুই ভাইকে নিয়ে মিথ্যাচার বক্তব্য দিচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বিএনপির মিছিলে পুলিশ কোন বাধা দেয়নি। বিএনপির নেতা কর্মীরা আট –পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের প্রতিহত করে। এসময় বিএনপির তিন নেতা কর্মীকে আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট