শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দাম্পত্য কলহে তালাক, ক্ষোভে শিশুপুত্রকে হত্যা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৭:৪১ অপরাহ্ণ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৭:৫৮ অপরাহ্ণ
দাম্পত্য কলহে তালাক, ক্ষোভে শিশুপুত্রকে হত্যা

লক্ষ্মীপুরে দাম্পত্য কলহের জেরে গৃহবধূকে তালাক দেয়ায় ক্ষোভে শিশু পুত্রকে হত্যা ও আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ সাবিনা ইয়াসিন।

স্বজনরা জানায়, সম্প্রতি তাদের সংসারে আর্থিক সংকটকে কেন্দ্র করে পারিবারিক কহল তৈরী হয়।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সৌদিআরব প্রবাসী আজগর রহমান ও তার স্ত্রী সাবিনার সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীকে তালাক দেয় আজগর। এতে ক্ষুব্ধ হয়ে গৃহবধূ তার চার বছরের শিশু পুত্র আয়ান রহমানকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

গৃহবধূর শশুর হুমায়ুন কবির ও দেবর আবির জানান, প্রতিদিনের মত আয়ানকে নিয়ে তিনি নিজকক্ষে চলে যায়। কিছুক্ষণ পরই ওই কক্ষ থেকে বিকট শব্দ শুনতে পেলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে গিয়ে সাবিনাকে আত্মহত্যার চেষ্টাকালে উদ্ধার করেন। এসময় খাটের ওপর আয়ানের রক্তমাখা লাশ দেখাতে পান।

হুমায়ুন কবির আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় মোবাইল ফোনে তাদের বাকবিতণ্ডা হয়। ঝগড়ার কারণে সাবিনা অনেক বেশি রেগে ছিল। তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি) জসীম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনার রাতেই গৃহবধূকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট