বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দলের ত্যাগী নেতাকর্মীরা পদ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোপ বিরাজ করছে: রুহেল

প্রকাশ: ৮ অক্টোবর ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ আপডেট: ৮ অক্টোবর ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ
দলের ত্যাগী নেতাকর্মীরা পদ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোপ বিরাজ করছে: রুহেল

দলের অনেক ত্যাগী নেতাকর্মীরা দলীয় পদ থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে ক্ষোপ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলের বিভিন্ন নেতাকর্মীর আগমন ঘটেছে। আগামীতে আমরা দুসময়ের ত্যাগী নেতাকর্মীদের খুঁজে বের করে যথাযুক্ত মূল্যায়ন করবো।

শনিবার (৮ অক্টোরব) দুপুরে উপজেলার আবুতোরাব স্কুল মাঠে মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ১০ কমিটি’র সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল।

ওইদিন মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় এইসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গির ভুঁইয়া, অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য গিয়াস উদ্দিন, সঞ্জয় বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাফা নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট