শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তিন বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর স্টেটের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১ | ৮:০১ অপরাহ্ণ আপডেট: ৩১ আগস্ট ২০২১ | ৮:০১ অপরাহ্ণ
তিন বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর স্টেটের দাবিতে মানববন্ধন

শিবলী আল সাদিক :

অতি দ্রুত সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য শাহআমানত, শাহজালাল ও সিলেট ওসমানী বিমানবন্দরে র‍্যাপিড টেস্টের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। অন্যথায় আমরণ অনশনের মত কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আমিরাতগামী যাত্রীদের জন্য র‍্যাপিড পিসিআর টেস্ট ল্যাব বসানোর দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই হুঁশিয়ারি দেন।
সংযুক্ত আরব আমিরাতের ‘আমার দেশ আমার মাটি’ নামক একটি সামাজিক ও কমিউনিটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন গত ১২ মে থেকে করোনা প্রভাবে বাংলাদেশের সাথে দেশটি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এই অবস্থায় ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে হাজার হাজার প্রবাসী ছুটি এসে দেশে আটকা পড়েন। এশিয়ার বিভিন্ন দেশে করোনার সংক্রমণ কমে আসায় ইতিপূর্বে সেসব দেশের সঙ্গে আকাশ পথে যোগাযোগ পুনঃস্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনা সংক্রমণ কমে আসায় ৩০ আগস্ট থেকে বাংলাদেশের জন্য সকল প্রতিবন্ধকতা উঠিয়ে দিয়েছে দেশটি। বর্তমানে কোন প্রতিবন্ধকতা না থাকার পরও আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা আমিরাত যেতে পারছেন না। এর একমাত্র কারণ, আমিরাতের দেওয়া শর্ত অনুযায়ী বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র‍্যাপিড পিসিআর টেস্টের কোন ব্যবস্থা নেই। ফলে ৫০ হাজারের উপর প্রবাসী বাংলাদেশি তাদের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য ও চাকরিস্থলে যেতে না পেরে বাংলাদেশে আটকে পড়েছেন ।
মানববন্ধনে বক্তারা আরও বক্তারা বলেন, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের মতন দেশ মাত্র চার দিনে র‍্যাপিড পিসিআর টেস্ট বসাতে পেরেছে সেখানে সেখানে বাংলাদেশ ব্যর্থ হওয়ার কারণ কি! আর এত সহজ একটি বিষয় নিয়ে প্রবাসীদের মাঠে নামতে হবেই বা কেন? বক্তারা অবিলম্বে র‍্যাপিড টেস্ট মেশিন বসানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
আমার দেশ আমার মাটি সংগঠনের সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক, ফুজিরা যুবলীগের সভাপতি ফরিদুল আলম, আমিরাত বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ বেলাল হোসেন, কাজি সালাউদ্দীন, মোহাম্মদ জাবেদ হোসেন, গিয়াস উদ্দিন সিকদার, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ নজরুল , মোহাম্মদ মনির, মোঃ দিদার, মোঃ শওকত হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ফারুক, কাজী এনাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ফয়সাল, মোঃ খোকন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট