রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ডাকাতি-অস্ত্রসহ ১৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: ৮ জুলাই ২০২৩ | ৪:৩৫ অপরাহ্ণ আপডেট: ৮ জুলাই ২০২৩ | ৪:৩৫ অপরাহ্ণ
ডাকাতি-অস্ত্রসহ ১৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ডাকাতি, অস্ত্র ও হত্যাচেষ্টাসহ ১৪ মামলার পরোয়ানাভুক্ত ফরিদুল আলম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৬ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদুলের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। তার বাবার নাম নুরুল হুদা।

শনিবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম র‍্যাব জানায়, গ্রেপ্তার ফরিদুল কক্সবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ১৩টি এবং বান্দারবানের লামা থানায় একটি মামলা রয়েছে। এসব মামলা থেকে বাঁচতে তিনি ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় বসবাস করে আসছিলেন। সর্বশেষ তিনি হাটহাজারী উপজেলায় আত্মগোপনে ছিলেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট