মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টানা দ্বিতীয় ফিফটি সাকিবের, রংপুর থামলো ১৮৭ রানে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:০০ অপরাহ্ণ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:৩৩ অপরাহ্ণ
টানা দ্বিতীয় ফিফটি সাকিবের, রংপুর থামলো ১৮৭ রানে

আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩১ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দৃষ্টিনন্দন আরও একটি ফিফটি হাঁকালেন তিনি। সাকিবের টানা দ্বিতীয় অর্ধশতকের উপর ভর করে ৮ উইকেটে ১৮৭ রান করেছে রংপুর। জিততে হলে স্বাগতিক চট্টগ্রামকে করতে হবে ১৮৮ রান।

আজ শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে ভালো শুরু এনে দিয়েছিলেন ওপেনার রনি তালুকদার। ১৯ বলে ২৫ রান করে শরিফুলের বলে বোল্ড হয়ে রনি ফেরত গেলে দ্রুত আরও দুটি উইকেট হারায় রংপুুর। রিজা হেনড্রিক্স ৪ আর ব্রান্ডন কিং ফেরেন ২ রানে। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৯ বলে ৫ রান।

পঞ্চম উইকেটে নেমে ঝড় তোলেন সাকিব আল হাসান আর মেহেদী হাসান। ৩৪ বলে ৬৮ রানের জুটি করেন দুই ব্যাটার। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস পায় রংপুর।

মারকুটে মেহেদী থামেন ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে। বাঁহাতি পেসার বিলাল খানকে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন মেহেদী। জেমস নিশাম ফেরেন ৩ বলে ৫ রান করে।

রোমারিও সেফার্ডের বলে আউট হওয়ার আগে ৩৯ বলে ৬২ রানের ইনিংস খেলেন সাকিব। ৫ চার ৩ ছক্কায় ইনিংস সাজান তিনি। শেষ দিকে শামীম পাটওয়ারীর ব্যাট থেকে আসে ৯ বলে ১৭ রান। তাতেই বড় পুঁজি পায় রংপুর।

সম্পর্কিত পোস্ট