রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে গণহত্যা দিবস পালন

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ৪:১৬ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ৪:১৭ অপরাহ্ণ
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে গণহত্যা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চল ও জেদ্দা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কনস্যুলেট প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কার্যালয় প্রধান আজিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর এম কাজী এমদাদু ইসলাম ও কাউন্সিলর কামরুজ্জামান ভূঁইয়া। ২৫ মার্চ কালো রাতের বীভৎস ইতিহাসের ওপর একটি ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক বক্তব্য রাখেন। তিনি ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বে যাতে এ ধরনের গণহত্যার পুনরাবৃত্তি না ঘটে- গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি তা নিশ্চিত করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং একাত্তরে নিহত বীর মুক্তিযোদ্ধাদের ও গণহত্যায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আইন সহায়তাকারী মমিনুল ইসলাম।

সংলাপ-২৬/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট