বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রদের চুল কাটার ঘটনায় মিলেছে প্রমাণ : তদন্ত কমিটি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১ | ১০:০৮ অপরাহ্ণ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ | ১০:১০ অপরাহ্ণ
ছাত্রদের চুল কাটার ঘটনায় মিলেছে প্রমাণ : তদন্ত কমিটি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় আবারও উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভবনগুলোতে তালা দিয়ে বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি শিক্ষক ফারহানাকে স্থায়ীভাবে বরখাস্ত করা। এ দাবির প্রেক্ষিতে ৮ ঘণ্টা ধরে একটি ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে ৩০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে।

অভিযুক্ত শিক্ষিকা ফারহানার বিরুদ্ধে আনীত ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিনকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের পরীক্ষা ছিল। পরীক্ষা হলে প্রবেশপথে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন নিজ হাতে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেন।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে গত শুক্রবার তাঁরা সিন্ডিকেট সভা করেছিলেন। সেখানে আইনগত বিষয়গুলো পর্যালোচনার জন্য ১০ কার্যদিবস সময় নিয়ে সভা মুলতবি করা হয়েছে। এ ছাড়া ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি তদন্ত দল বিষয়টি তদন্ত করতে ক্যাম্পাসে আসবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট