রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চোখে কালো কাপড় বেধে চবি শিক্ষকের প্রতিবাদ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ১২:৪৫ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ১২:৪৭ অপরাহ্ণ
চোখে কালো কাপড় বেধে চবি শিক্ষকের প্রতিবাদ

দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান।

সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাড়িয়ে এই প্রতিবাদ জানান।

এবিষয়ে সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত অবস্থান থেকে এই প্রতিবাদ জানিয়েছি। আমি চোখে কালো কাপড় বেধে ১০ টা থেকে ১ ঘন্টা প্রতিবাদ জানিয়েছি।’

তিনি বলেন, ‘ দেশে কয়েকদিন যাবত হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, তাদের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার প্রতিবাদ জানিয়েছি। আমি একই সাথে সরকারের কাছে দাবি জানাই যারা এদেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের উপর হামলাাকারীর উপর্যুক্ত শাস্তি দেয়া হউক।’

সম্পর্কিত পোস্ট