মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চারটি ভাড়া রুমের দুটিতে তৈরি হতো অবৈধ কসমেটিকস সামগ্রী

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ৬:৫২ অপরাহ্ণ
চারটি ভাড়া রুমের দুটিতে তৈরি হতো অবৈধ কসমেটিকস সামগ্রী

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার মাঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে শাহ মঞ্জিলের ২৩ নম্বর কক্ষের চারটি রুম ভাড়া নেন জামাল আক্তার সিদ্দিকী (৩০)। বাসার দুই রুমে স্ত্রী সন্তান নিয়ে থাকলেও বাকি দুই রুমে তৈরী করতেন অবৈধ ৭টি কসমেটিকস্ সামগ্রি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সারেজমিনে সত্যতা পান মিরসরাই সার্কেল অফিসার লাবিব আবদুল্লাহ। পরে অভিযুক্ত জামালকে ১বছর ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ০১ (এক) লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। আটক জামাল চট্টগ্রাম নগরীর খুলশী থানার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সার্কেল অফিসার লাবিব আবদুল্লাহ জানান, এসময় hair wash modloy ৫০পিস, Jascco shaving gel modoly ৬০ পিস, modoly fece massage creem ৪০ পিস, modoly pure coconat oil ২০ পিস, সাইনিং হেয়ার ওয়াস কসমেটিকস বিপিকিং ওয়াকস ৫০পিস, সেনেটারি হ্যান্ড সেনিটাইচার ৫০ পিস এবং ৩ ড্রাম অবৈধ ক্যামিক্যাল জব্দ করা হয়।

সম্পর্কিত পোস্ট