শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাটখিলে দুই’শ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ আপডেট: ৪ অক্টোবর ২০২১ | ৫:১৫ অপরাহ্ণ
চাটখিলে দুই’শ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালী চাটখিলে বিষাক্ত রাসায়নিক জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (৪ অক্টোবর) উপজেলার চাটখিল মাছ বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি যুক্ত ২০০ কেজি চিংড়ি উদ্ধার করে তা উপজেলা চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযানে চাটখিল মাছ বাজারের নুর মোহাম্মদের মৎস্য আড়ৎ, সাগরিকা মৎস্য আড়ৎ, জননী মৎস্য আড়ৎ ও মোহাম্মদিয়া মিনি বাজারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করে চাটখিল থানা পুলিশ।

সম্পর্কিত পোস্ট