রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ আপডেট: ২০ জুন ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ
চবি শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২২ এর বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর অভিষেক অনুষ্ঠান হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা সাড়ে এগারো টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর অভিষেক অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

চবি শিক্ষক সমিতি ২০২২ এর সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির কার্যকরী কমিটি ২০২৩ এর সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী ও প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, চবি উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, চবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, চবি সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ কে এম কৌশিক আহমেদ প্রমূখ।


অনুষ্ঠানে প্রধান অতিথিকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন চবি শিক্ষক সমিতির ২০২৩ এর কার্যকরী কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী।

উপাচার্য তার বক্তব্যে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষকরা হলেন জাতির বিবেক, আলোকিত মানুষ গড়ার কারিগর এবং দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী।

উপাচার্য বলেন, সুস্থ-সুন্দর জাতি গঠনে শিক্ষকরা নিরবচ্ছিন্ন জ্ঞান বিতরণ ও নব নব জ্ঞান সৃজনের মাধ্যমে দেশে সৎ, দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদনে নিজেদের নিয়োজিত রাখছেন। উপাচার্য আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী এবং কর্মমুখী শিক্ষায় দক্ষ এবং সক্ষম করে গড়ে তুলতে সম্মানিত শিক্ষকবৃন্দকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। তিনি চবি শিক্ষক সমিতির যুক্তিসঙ্গত ন্যায্য দাবী-দাওয়া বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যে যথাসময়ে পূরণের আশ্বাস প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে এগিয়ে নিতে চবি শিক্ষক সমিতিসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন চবি শিক্ষক সমিতি ২০২২ এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে চবি শিক্ষক সমিতি ২০২৩ এর নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পুস্পস্তবক দিয়ে বরণ করা হয়। সভায় সম্মানিত শিক্ষকবৃন্দ সমিতির পেশকৃত প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

চবি প্রতিনিধি/ আইআই

সম্পর্কিত পোস্ট