শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ডফাইনাল বুধবার

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ
চবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ডফাইনাল বুধবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস-২০২৩’ প্রোগ্রামের অন ক্যাম্পাস ফাইনাল রাউন্ড আগামীকাল বুধবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। এতে ৬ টি টিম থেকে বিচারকরা ৩ টি টিমকে পরবর্তী যাত্রায় তাদের ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবেম। গ্লোবাল ফাইনালে চ্যাম্পিয়ন দলটি জাতিসংঘের সদর দফতরে বিশ্ব নেতাদের কাছে তাদের আইডিয়া উপস্থাপন করার সুযোগ পাবে এবং তাদের বিজনেস মডেলটি প্রতিষ্ঠিত করার জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার পাবে।

এ বছর চবিতে হাল্ট প্রাইজের তিনটি অন ক্যাম্পাস রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। তিনটি রাউন্ডে প্ ১৭ জন বিচারকের এর সামনে শিক্ষার্থীরা তাদের আইডিয়া উপস্থাপন করবে৷

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর রিজোয়ানুল হক রাফি বলেন ” এবারের হাল্ট প্রাইজের চ্যালেঞ্জটি বাংলাদেশের অর্থনীতির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। কারন বাংলাদেশের অর্থনীতি গার্মেন্টস শিল্প এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির উপর অনেকাংশে নির্ভর “।

এর আগে  ‘𝗥𝗲𝗱𝗲𝘀𝗶𝗴𝗻𝗶𝗻𝗴 𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻’ এই চ্যালেঞ্জকে সামনে রেখে গত ১৩ ফেব্রুয়ারি থেকে টিম রেজিস্ট্রেশন শুরু হয়। যার সময়সীমা গত গত ২৫ শে ফেব্রুয়ারি শেষ হয়।

প্রসঙ্গত, ‘হাল্ট প্রাইজ’ হলো বছরব্যাপী একটি বিজনেস মডেলের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিটি টিম একটি বিজনেস মডেল তৈরি করবে যা সামাজিক সমস্যার সমাধানের অংশ হতে পারে।

এবারের চবিতে অনুষ্ঠিতব্য হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতায় ই-লার্নিং পার্টনার হিসেবে রয়েছে লিড একাডেমি, মিডিয়া পার্টনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং দি বিজনেস স্ট্যান্ডার্ড, রেডিও পার্টনার রেডিও কার্নিভাল এবং ডিজিটাল মিডিয়া পার্টনার বিজনেস ইন্সপেকশন।

রাকিব/

সম্পর্কিত পোস্ট