শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চবিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১০:৩২ অপরাহ্ণ আপডেট: ১৫ জুন ২০২৩ | ১০:৩২ অপরাহ্ণ
চবিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, (চবি) সায়েন্টিফিক সোসাইটি’র উদ্যোগে তৃতীয় বারের অনুষ্ঠিত হয়েছে ‘চিটাগং সায়েন্স কার্নিভাল ৩.০’। বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তন ও এর সামনে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।


এতে সারাদেশের স্কুল, কলেজ, এবং বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে প্রায় ৬১ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। মেলায় অংশগ্রহণকারি শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন আবিষ্কার এতে প্রদর্শন করেন।
দুটি পর্বে অনুষ্ঠেয় এ মেলার প্রথম পর্বে ছিল উদ্বোধনী পর্ব, আলোচনা সভা, বিভিন্ন সেগমেন্ট প্রদর্শনী ও বিচারকাজ পরিচালনা।

দ্বিতীয় পর্বে ছিল নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্ভাবনা: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৌরশক্তির গবেষক ও বিজ্ঞানী এবং মালয়েশিয়ার ভেনেগা ন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. নওশাদ আমিন।

সরেজমিনে দেখা যায়, বিজ্ঞান মেলার স্ক্রিন পরিক্ষা স্টলটি তে উপচেপড়া ভিড় লেগে রয়েছে। শিক্ষার্থীদের স্ক্রিন পরিক্ষা করে ,স্ক্রিন ভালো রাখতে বিভিন্ন পরামর্শ ও ওষুধ লিখে দিচ্ছিলেন।এই স্টলে শুধু মেয়েদের স্ক্রিন পরিক্ষা করা হয়েছিল। দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই স্টল থেকে নিজের স্ক্রিন পরিক্ষা করে নেন। পরিক্ষা শেষ তিনি এরকম উদ্যেগের প্রশংসা করেন।

বিশেষ আকর্ষণ হিসেবে স্কুল শিক্ষার্থীদের তৈরি পাথরের মধ্যে বৃক্ষরোপণ এবং বৃক্ষে পানি দেওয়ার জন্য একুরিয়াম থেকে তৈরি নাইট্রোজেন যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।


বিজ্ঞান মেলার চারিদিকে ঘুরে ঘুরে পর্যবেজ্ঞন করেন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শিরিণ আক্তার ও উপ উপাচার্য অধ্যাপক ড.বেণু কুমার দে।

সম্পর্কিত পোস্ট