রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ: ২ অক্টোবর ২০২১ | ২:০৪ পূর্বাহ্ণ আপডেট: ২ অক্টোবর ২০২১ | ২:২২ পূর্বাহ্ণ
চবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়। পরীক্ষার হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনের পরীক্ষায় ভর্তি পরীক্ষার্থী ছিলো ১১ হাজার ২১০ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭০০ জন পরীক্ষার্থী।উপস্থিতির হার ৭৭.৬১ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১০ জন। অনুপস্থিতির হার ২২.৩৯ শতাংশ।

এই বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এ এম জিয়াউর ইসলাম। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি রোধে আমাদের একটি টিম কাজ করেছে। পরীক্ষায় জালিয়াতি বা অসৎ উপায় অবলম্বনের কোনও অভিযোগ পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার পরিদর্শন পরবর্তী সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। চবিতে ভর্তি পরীক্ষায় অতীতেও জালিয়াতির ঘটনা ঘটেনি। আমরা এ সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রস্তুত।’

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।

সম্পর্কিত পোস্ট