রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর ব্যাপারে কাজ চলছে

প্রকাশ: ২ অক্টোবর ২০২১ | ৪:০২ অপরাহ্ণ আপডেট: ২ অক্টোবর ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ
চট্টগ্রাম বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর ব্যাপারে কাজ চলছে

চট্টগ্রাম বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর ব্যাপারে কাজ চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২ অক্টোবর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন , আরব আমিরাতের সিংহভাগ প্রবাসী চট্টগ্রামের। তাই সরকার চট্টগ্রাম বিমানবন্দরে করোনা টেস্ট ল্যাব স্থাপনের ব্যাপারে কাজ করছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী ঢাকা এয়ারপোর্টে পিসিআর ল্যাব বসানো হয়েছে, চট্টগ্রামের প্রবাসীদের জন্য একই নিয়মে পিসিআর ল্যাব বসানোর পরিকল্পনা চলছে। তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে কথা বলে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রবাসী বান্ধব। তিনি সবসময় প্রবাসীদের কথা চিন্তা করেন। তিনি প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিসহ দেশে বিনিয়োগ বাড়াতে পরামর্শ দেন।

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম ।আবুধাবি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব ।

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক এসএম আলাউদ্দিনের সঞ্চালনায় প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সদস্য মাওলানা ফজলুল কবির, প্রবাসী রাঙ্গুনিয়ায় সমিতির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ জসীমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ আজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মোঃ আজগর প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ ইফতেখার হোসেন বাবুল বলেন, প্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের কথা চিন্তা করে থাকেন। এ পর্যন্ত প্রবাসীদের যত দাবি দাওয়ার কথা উঠেছে তখনই তিনি তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবেন এটায় প্রবাসীরা চায়।

তিনি বলেন, তথ্যমন্ত্রী আমাদের সম্পদ অহংকার, সাম্প্রতিক প্রবাসীদের সমস্যাবলীর কথা যখনই উনাকে জানিয়েছি উনি তখনই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফোন করে সে বিষয়ে খবর নিয়েছেন।

সম্পর্কিত পোস্ট