সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ট্রাম্প, কারাবন্দি ছিলেন ২০ মিনিট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ৯:১১ পূর্বাহ্ণ আপডেট: ২৫ আগস্ট ২০২৩ | ৯:১১ পূর্বাহ্ণ
গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ট্রাম্প, কারাবন্দি ছিলেন ২০ মিনিট

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করেন। এর পর অন্তত ২০ মিনিট তিনি কারাবন্দি ছিলেন।

বৃহস্পতিবার তাকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পালটানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তিনি আত্মসমর্পণ করেন। খবর আলজাজিরার।

আত্মসমর্পণের পরে জামিনে মুক্তি পান। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ডলার। কারাগারে সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি (মাগশট) নেওয়া হয়েছে। আদালতে আবেদন করতে পরবর্তী তারিখে তিনি আবার আসবেন।

বেশিক্ষণ কারাবন্দি থাকতে হয়নি সাবেক এই প্রেসিডেন্টকে। ২০ মিনিট পর কারাগার থেকে ছাড় পান তিনি। এ নিয়ে চলতি বছরে দুবার গ্রেফতার হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত এপ্রিলে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই সময় নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে ট্রাম্পকে গ্রেফতার করা হয়।

ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে ২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয় গত ১৪ আগস্ট। এ বিষয়ে ৯৮ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনা হয়। অভিযুক্তদের সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে আখ্যা দেওয়া হয়। জর্জিয়ার গ্র্যান্ড জুরি ট্রাম্পসহ তাদের বিরুদ্ধে র‍্যাকিটেরিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন (আরআইসিও) আইন ভঙ্গের অভিযোগ আনেন।

আটলান্টা বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় স্বল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প বলেন, ‘একটি নির্বাচনকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষম হওয়া উচিত আপনার। আমি বিশ্বাস করি, এটি একটি কারচুপির নির্বাচন ছিল। আমি ভুল কিছু করিনি তা সবাই জানে।’

সম্পর্কিত পোস্ট