শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজায় ফিলিস্তিনি নারীরা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ৪:৩১ অপরাহ্ণ আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ৪:৩১ অপরাহ্ণ
গাজায় ফিলিস্তিনি নারীরা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে

গাজায় ফিলিস্তিনি নারীরা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে। কিন্তু এই বিষয়ে তেমন কোনো প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এর নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের বিশেষ দুই রিপোর্টার। রোববার (২৪ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রবিবেদনে বলা হয়েছে, জাতিসঙ্ঘের বিশেষ দুই রিপোর্টার বলেছেন, গাজায় ফিলিস্তিনি নারীরা ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছে। অথচ এই বিষয়টি গণমাধ্যমের কাছে খুবই অবমূল্যায়িত হয়েছে।

নারী ও মেয়েদের প্রতি সহিংসতা সংক্রান্ত জাতিসঙ্ঘের বিশেষ রিপোর্টার রিম আলসালেম তার এক্স বার্তায় লিখেছেন, এটা খুবই জঘন্য একটি ব্যাপার যে ইসরাইলি বাহিনীর ধর্ষণের রিপোর্ট কোনো পরিণতি ছাড়াই বেরিয়ে আসছে।’

তিনি আরো বলেন, ধর্ষণ এবং অন্যান্য ধরণের যৌন সহিংসতা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার সাথে সাংবিধানিক আইন গঠন করতে পারে! এটা থামাতে হবে।’

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসঙ্ঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ‘ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন চালিয়েছে। এ বিষয়ে আমি কত নামকরা সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছি। কিন্তু তারা এ বিষয়ে কোনো নিবন্ধই প্রকাশ করেননি।’

সম্পর্কিত পোস্ট