শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ারান্টিন খরচ পেলো ৩০৯ সৌদিআরব প্রবাসী

কোয়ারান্টিন খরচ পেলো ৩০৯ সৌদিআরব প্রবাসী

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১ | ৯:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১:১৫ পূর্বাহ্ণ
কোয়ারান্টিন খরচ পেলো ৩০৯ সৌদিআরব প্রবাসী

সৌদি আরবগামী প্রবাসীদের কোয়ারান্টিন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

সৌদি আরব গমনকারীদের আবেদন যাছাই বাছাই করে প্রাথমিকভাবে ৩০৯ জন প্রবাসীর পরিবারের হাতে ৭৭ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে প্রবাসী পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

এসময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক উপসচিব আরিফ আহমেদ খান, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, জেলা কালচারাল অফিসার জান্নাত আরা জুথি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নিহার কান্তি খীসাসহ আমন্ত্রিত প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান তার বক্তব্যে দেশের সমৃদ্ধিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়ন সমৃদ্ধিতে তাদের পাঠানো রেমিটেন্স ও অসামান্য অবদান রয়েছে,তারা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। আনুষ্ঠানিক ভাবে সৌদি আরব প্রবাসীদের পরিবারের কাছে কোয়ারেন্টিন খরচের অর্থ তুলে দিতে পেরে ভালো লাগলো।

সম্পর্কিত পোস্ট