শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ডিবি ও সাংবাদিক পরিচয়ে নারীসহ আটক ২

প্রকাশ: ১০ আগস্ট ২০২২ | ১২:৪২ অপরাহ্ণ আপডেট: ১০ আগস্ট ২০২২ | ১২:৪২ অপরাহ্ণ
কেরানীগঞ্জে ডিবি ও সাংবাদিক পরিচয়ে নারীসহ আটক ২

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ থেকে ডিবি ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়রা দুই জনকে আটক করে র‌্যাব-১০ এর কাছে তুলে দেন।

আজ মঙ্গবার ( ৯ আগষ্ট) বেলা ১২ টার দিকে দক্ষিন কেরানীগঞ্জের ইস্পাহানী আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভুয়া মানবাধিকার কর্মীর কার্ড, ভুয়া অনলাইন মিডিয়ার কার্ড ও তাদের ব্যবহ্রত মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মোঃ ফরহাদ হোসেন (৩৫) ও রিনা আক্তার (৩০)।

ভুক্তভোগী চুনকুটিয়া এলাকার শিল্পী বেগম (৪০) জানায়, আগষ্ট মাসের ২ তারিখ রাতের বেলায় ৫ জন ডিবির পরিচয়ে আমার বাসায় হানা দেয়। এসময় তারা আমার মেয়ে ও দেবরকে মারধর করে ১১ টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় আমার দেবরকে আটক করে ঝিলমিল আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়। তখন আমার দেবরের কাছে থাকা ২৯ টাকা ও ২ টি মোবাইল ফোন নিয়ে তাকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে আমরা র‌্যাব-১০ অভিযোগও করেছি। মঙ্গলবার সেই ডিবি পরিচয়দানকারী মহিলা ও পুরুষ সাংবাদিক পরিচয়ে দক্ষিন কেরানীগঞ্জের ইস্পাহানী আবাসিক এলাকায় প্রবেশ করে চাঁদাবাজিকালে জনগন তাদের আটক করে র‌্যাব-১০ এর কাছে সোর্পদ করে। আরেক ভুক্তভোগী আখি জানায়, এই সংঘব্ধ চক্রটি কখনো ডিবি আবার কখনো সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাই করে থাকে। আমরা তাদের কঠিন বিচার দাবি করছি।
তবে তাৎক্ষনিক র‌্যাব-১০ এর পক্ষ থেকে কোন কিছুই জানানো হয়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মিডিয়া সেল থেকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব-১০।

সম্পর্কিত পোস্ট