শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কুয়েতে বাংলাদেশ লেখক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ
কুয়েতে বাংলাদেশ লেখক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশ লেখক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) কুয়েত সিটির রাজধানী হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আল আমিন চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ইমরান শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়েব আহামেদ।
বিশেষ অতিথি ছিলেন বাবুল দাশ, জায়েদুর রহমান, সঞ্জিত দেব, আহাম্মেদ আলী রানা, নাসির উদ্দীন হাওলাদার, বেলাল হোসেন ও লিয়াকত হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাইজুর রহমান সুমন, নাজিম উদ্দীন, গিয়াস উদ্দীন, নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কর্ম ব্যস্ততার পাশাপাশি অবসরে বাংলা সাহিত্য চর্চা করে গল্প, ছড়া, কবিতার মাধ্যমে প্রবাসীরা মনের ভাব প্রকাশ করে থাকে। তারা বাংলাদেশ লেখক ফোরাম থেকে প্রকাশিত সাহিত্য বিষয়ক ম্যাগাজিন ধারাবাহিকভাবে প্রকাশনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সংলাপ-২১/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট