শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়েতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ: ১৮ মার্চ ২০২২ | ৭:১৯ অপরাহ্ণ আপডেট: ১৮ মার্চ ২০২২ | ৭:১৯ অপরাহ্ণ
কুয়েতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

কুয়েত দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও জিহন ইসলামের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া, বাণীপাঠ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি সংবাদকর্মীসহ কুয়েত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সবশেষে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংলাপ-১৮/০৩/০০৯/আ/আ

সম্পর্কিত পোস্ট