শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুয়েতে চট্টগ্রাম কমিউনিটির ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ৮:৩৭ অপরাহ্ণ আপডেট: ১০ অক্টোবর ২০২২ | ৮:৪০ অপরাহ্ণ
কুয়েতে চট্টগ্রাম কমিউনিটির ঈদে মিলাদুন্নবী উদযাপন

কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাত ৮টায় বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির সভাপতি শেখ মো. নুরুল আফছারের সভাপতিত্বে কুয়েতের রাজধানী হোটেলে জশনে এই ঈদে মিলাদুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিনের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতের কমিউনিটির নেতা হোসেন মোহাম্মদ আজিজ, শাহ নেওয়াজ নজরুল, কামরুজ্জামান টিটু, বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল, তৌহিদুল ইসলাম তালুকদার, এম ডি টিপু চৌধুরী, এম এ মুনচুর আশিক, মো. সাইফ উদ্দিনসহ প্রমুখ। সংগঠনের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আবুল কালাম, মোহাম্মাদ সামসুদ্দিন, মো. বেলাল উদ্দিন, মোহাম্মাদ কামাল হোসেন ও বেলাল চৌধুরী।

এছাড়াও কুয়েতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঞ্চল হতে ধর্মপ্রাণ মুসলিমরা ঈদে মিলাদুন্নবী উদযাপনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম। এরপর প্রিয় নবীর শানে নাতে রাসুল, গজল, জিকির ও দোয়া-দরুদ পাঠ করা হয়।

মাওলানা কামরুল হাসান বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। সবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত পোস্ট