সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কুয়েতের আদালতে পেছালো পাপুলের মামলার শুনানি

প্রকাশ: ৮ অক্টোবর ২০২১ | ৭:৩৪ অপরাহ্ণ আপডেট: ৮ অক্টোবর ২০২১ | ৭:৩৫ অপরাহ্ণ
কুয়েতের আদালতে পেছালো পাপুলের মামলার শুনানি

কুয়েতের আদালতে বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানবপাচারের মামলার শুনানি আবারও পিছিয়েছে। বুধবার আরব টাইমস এই তথ্য জানায়।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মামলার শুনানি ২১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে দেশটির ফৌজধারি আদালত। কাজী শহিদ ইসলাম পাপুলের মামলার অন্য অভিযুক্ত আসামিরা হলেন, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সহকারী আন্ডার সেক্রেটারি মাজেন আল-জাররাহ ও নওয়াফ আল-শালাহী। তারা সবাই ঘুষ ও ভিসা বাণিজ্যের দায়ে অর্থদণ্ডসহ সাত বছরের কারাদণ্ডে কুয়েতের কারাগারে সাজা খাটছেন।

জানা যায়, এ বছরের ২৭ জুলাই দেশটির ফৌজদারি আদালত মানি লন্ডারিং মামলাটি ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল। এই মামলার শুনানি আবারও ২১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত।

সম্পর্কিত পোস্ট