শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুয়েতে চ্যাম্পিয়ন কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২ | ২:২২ পূর্বাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ | ২:২২ পূর্বাহ্ণ
কুয়েতে চ্যাম্পিয়ন কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

কুয়েতে চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) কুয়েতের ফাহাহিল এলাকার ফুটবল মাঠে এ খেলা সম্পন্ন হয়।

বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে প্রবাসী বাংলাদেশিদের দল ‘বাংলার আলো স্পোর্টিং ক্লাব’ বনাম ‘যমুনা স্পোর্টিং ক্লাব’। খেলায় বাংলার আলো স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েত এর সভাপতি হযরত আলী মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এর্টাসি ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান উজ জামান, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলার আলোর টিমের সভাপতি মোহাম্মাদ সেলিম হাওলাদার প্রমুখ।

মোহাম্মাদ আশিকুজ্জামান বলেন, প্রবাসে সবাই কাজে ব্যস্ত থাকে। এর মাঝেও সুন্দরভাবে একটি খেলা সম্পন্ন করেছে এবং নতুন করে আরেকটি খেলা শুরু করেছে সত্যিই এটি একটি ভালো উদ্যোগ। খেলাধুলা আমাদের স্বাস্থ্য ও মন উভয় ভালো রাখে। অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা।

এ সময় কুয়েতের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট