শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কানাডায় সম্মাননা পেলেন বাংলাদেশি এনামুল

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২ | ৭:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ | ৮:১১ অপরাহ্ণ
কানাডায় সম্মাননা পেলেন বাংলাদেশি এনামুল

বাংলাদেশের খ্যাতিমান হাওয়াই গিটারবাদক ও শিল্পী এনামুল কবিরকে অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্ট বিশেষ সম্মাননা প্রদান করেছেন।

অন্টারিওর প্রাদেশিক সংসদে বিরোধী দলীয় উপনেতা,বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি ডলি বেগম তাকে আমন্ত্রণ জানিয়ে কুইন্সপার্কে সংসদ অধিবেশনে নিয়ে যান। সেখানে তিনি প্রাদেশিক সংসদ সদস্যদের সামনে শিল্পী এনামুল কবিরকে বাংলাদেশের সেরা হাওয়াই গিটারশিল্পী হিসেবে উপস্থাপন করেন। এ সময় শিল্পীর সঙ্গে তার কন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাহিদ কবির কাকলী এবং দৌহিত্র অংকিতা উপস্থিত ছিলেন।

শিল্পী এনামুল কবির বলেন, বিদেশের মাটিতে আমি যে সম্মান পেলাম তাতে আমি অভিভূত এবং আবেগাপ্লুত।

জানা গেছে এনামুল কবির সঙ্গীতের বিভিন্ন ঘরানার ওপর ৪০টির বেশি গিটার অ্যালবাম রয়েছে। এরমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক ১৭টি গান রয়েছে। যার একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেরা ১১০ ভাষণ’ অ্যালবামে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়েছে। তাছাড়া বর্তমানে সংসদ টিভিতে প্রতিদিন তার সঙ্গীত ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ব্যবহৃত হয়। গত পাঁচ দশক ধরে তিনি দেশের সেরা হাওয়াইয়ান গিটারিস্ট হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

উল্লেখ্য, শিল্পী এনামুল কবির ব্যক্তিগত সফরে বর্তমানে টরন্টোয় রয়েছেন। তার মেয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাহিদ কবির কাকলী টরন্টোতে বসবাস করেন।

সম্পর্কিত পোস্ট