শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাতার আওয়ামী লীগের মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:১৮ অপরাহ্ণ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৯:১৯ অপরাহ্ণ
কাতার আওয়ামী লীগের মাতৃভাষা দিবস উদযাপন

কাতারের রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টের হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতারর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি হাফিজ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম ও বিপ্লব ভূঁইয়া, যুবলীগ কাতার শাখার সহ-সভাপতি আতিকুল মাওলা মিঠু, স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজ্জাদ হোসেন তুষার, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারাধন শীল, প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন বাচ্চু, হোসেন জাহিদ আল সুমন ও রহিম পারভেজ।

ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা, বঙ্গবন্ধুর পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে

সম্পর্কিত পোস্ট