বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কাতারে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১ | ২:১৭ পূর্বাহ্ণ আপডেট: ২১ অক্টোবর ২০২১ | ৩:৩৭ পূর্বাহ্ণ
কাতারে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত

শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে কাতারে আয়োজিত বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত সোমবার ( ১৮ অক্টোবর) স্থানীয় ক্যামব্রিজ স্কুল ক্যাম্পাসের ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৫৪টি দলের (দ্বৈত ও একক) মহিলাসহ মোট ৯২জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

খেলার পৃষ্ঠপোষকতা করে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির সভাপতি আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দীন এনডিসি।

সংগঠনের সাধারণ সম্পাদক আশফাক মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কমিউনিটর উপদেষ্টা মুক্তিযোদ্ধা উমর ফারুক চৌধুরী, বাংলাদেশ স্কুল অ্যান্ড কালেজের পরিচালক আনোয়ার খুরশীদ, কাতার বিএনপির সভাপতি মোঃ আবু ছায়েদ, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক খন্দকার আবু রায়হান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসীম উদ্দীন দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা মোহাম্মদ রাজ রাজীব, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতি শাহ আলম খান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তাফসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট