বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কাতারে বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আ.লীগের

প্রকাশ: ২ নভেম্বর ২০২২ | ৭:৪৯ অপরাহ্ণ আপডেট: ২ নভেম্বর ২০২২ | ৭:৪৯ অপরাহ্ণ
কাতারে বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আ.লীগের

কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসি’র সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা।

মঙ্গলবার (১ নভেম্বর) কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতকে কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।

এ সময় কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বোরহান উদ্দীন শরীফ, সহ-সভাপতি আজাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মিঠু, যুগ্ম সাধারণ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, দূতাবাসের প্রথম শ্রম সচিব তনময় ইসলাম প্রমুখ।

এসময় রাষ্ট্রদূত প্রবাসে সব বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, কাতারের নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসি আগামী ৬ নভেম্বর কাতার থেকে নতুন কর্মস্থল চীনের উদ্দেশে রওনা হবেন। আর কাতারে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কাতার ফুটবল বিশ্বকাপের পরে জানুয়ারিতে যোগদান করবেন।

সম্পর্কিত পোস্ট