শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাতারে বাংলাদেশের ব্যাংকের শাখা খোলার শীর্ষক সেমিনার

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩ | ৮:৩৭ অপরাহ্ণ আপডেট: ১ জানুয়ারি ২০২৩ | ৮:৩৭ অপরাহ্ণ
কাতারে বাংলাদেশের ব্যাংকের শাখা খোলার শীর্ষক সেমিনার

কাতার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে দেশটিতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যাংকের একটি শাখা খোলার প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহা মানচুরা গ্রিন হোম রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সি এম হাসানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

সেমিনার আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাতার এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও নুরুল কবির চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, কাতার বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এম ডি কামাল উদ্দিন, সংস্থার পৃষ্ঠপোষক পরিষদ সদস্য বদরুল হায়দার চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল মুনসুর, সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী বাবু, খান গ্রুপের চেয়ারম্যান শাহা আলম খান, কাতার নবী নগর প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি নাজমুল হাসান, সাংবাদিক আনোয়ার হোসেন মামুন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট