সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কাতারে ঈদ উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ: ১৪ জুলাই ২০২২ | ১২:৫৬ অপরাহ্ণ আপডেট: ১৪ জুলাই ২০২২ | ১২:৫৬ অপরাহ্ণ
কাতারে ঈদ উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ইউনাইটেড ব্যাডমিন্টন ক্লাব কাতার এর উদ্যোগে আল থুমামা গ্রীণউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কিন্ডারগার্টেন এর ইনডোর প্লে গ্রাউন্ডে অত্যান্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ক্যাটাগরি এ ও বি তে মোট ২৪টি দলের তুমুল প্রতিযোগিতায় একটি বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১২ জুলাই অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের মাধ্যমে ইউনাইটেড ব্যাডমিন্টন ক্লাব- কাতার এর নতুন কার্যনির্বাহী পরিষদের অভিষিক্ত করা হয়।

নতুন কমিটির অভিষেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সিএম হাসান।

নতুন নেতৃত্বে আছেন- সভাপতি লোকমান আহমদ, সহ-সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুন্না, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বাদন মিল্লাত, সাংগঠনিক সম্পাদক সিএম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, ক্রীড়া সম্পাদক সাহান আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক নাজিম ভুঁইয়া।

খেলায় ক্যাটাগরি এ- চ্যাম্পিয়ন- সাহান ও মুন্না এবং রানার্সআপ-ওবায়দুর ও ইউসুফ বাবু। ক্যাটাগরি বি-চ্যাম্পিয়ন- নাইম ও ফয়েজ এবং রানার্সআপ- রাজু ও ফয়সাল।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি লোকমান আহমদ এবং সহ-সভাপতি আব্দুল আলী ঘোষণা দেন ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যদের জন্যে ২০২২-২৩ এক বছরের জন্যে সপ্তাহে ২ দিনে প্রতি দিন ২ ঘন্টা করে ব্যাডমিন্টন প্রাকটিস গ্রাউন্ড ফ্রি করে দেয়া হয়েছে এবং সেই সাথে উদ্যমী ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্যে সর্বোচ্চ সহযোগিতা থাকবে ইউনাইটেড ব্যাডমিন্টন ক্লাব-কাতার এর পক্ষ থেকে।

সর্বশেষ পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে টুর্ণামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট