শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাতারে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ৪:১৫ পূর্বাহ্ণ আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ৪:১৫ পূর্বাহ্ণ
কাতারে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ

কাতারে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার।

গত বৃহস্পতিবার এক আদেশে এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা।

কাতার সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, যে অভিবাসীদের আবাসিক আইডির মেয়াদ শেষ হয়েছে, যারা অন্য ভিসায় কাতারে এসে আইডি না করায় অবৈধ হয়েছে, পরিবার ভিসায় এসে মেয়াদ শেষ হওয়া ব্যক্তি এবং অনেক বেশি জরিমানার শিকার হওয়া ব্যক্তিদের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের সেবাকেন্দ্রগুলোতে অবস্থিত সিআইডি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সপ্তাহের প্রতি কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কেন্দ্রগুলোর যে কোনো একটিতে হাজির হতে হবে।

এতে আরও বলা হয়, অবৈধ অভিবাসীদের জরিমানা পুরোপুরি মাফ বা আংশিক মাফ করার জন্য সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থানকে বৈধ করার সুযোগ পাবে অভিবাসীরা। যারা এ সুযোগ গ্রহণ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

সম্পর্কিত পোস্ট