শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওমানে বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য,ডেন্টালে প্রথম

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১ | ৩:০১ পূর্বাহ্ণ আপডেট: ১ ডিসেম্বর ২০২১ | ৩:১১ পূর্বাহ্ণ
ওমানে বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য,ডেন্টালে প্রথম

উপসাগরীয় দেশ ওমানে বাংলাদেশি শিক্ষার্থী নিলুফা আক্তারের কৃতিত্ব ‘ওমান ডেন্টাল কলেজ’ থেকে ডেন্টিস বিভাগে প্রথম ও স্বর্ণ পদক অর্জন করেছে বাংলাদেশি প্রবাসীর কৃতি সন্তান।

ডা.নিলুফা ওমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নজিমুদ্দিনের মেয়ে। প্রবাসী পরিবারের সাথে তিনি দীর্ঘদিন ওমানে বসবাস করে আসছেন। এই বছর দেশটিতে অধ্যয়নরত ডেন্টাল বিভাগে পৃথিবীর বিভিন্ন দেশ হতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য তিনি সর্বোচ্চ গ্রেড নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন।

তার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি জেলার শাহ্ নগর গ্রামে।

বিদেশের মাটিতে নিজের সন্তানের এমন সাফল্যকে দেশের জন্য বড় অর্জন মনে করছেন তার পিতা নজিমুদ্দিন।

তিনি জানান,আমার মেয়ে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে প্রথম হয়েছে নিঃসন্দেহে এটা আমার পরিবারের জন্য আনন্দের সংবার ও গর্বের বিষয়। সে পরিবার মুখ ও দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। বিশেষ করে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি বড় সুসংবাদ।

বিদেশের মাটিতে নবিন সিকিৎসক ডা.নিলুফার এমন সাফল্য আনন্দিত অন্যান্য প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। এদিকে তার সাফল্য অভিনন্দন জানিয়েছে ওমানের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

সম্পর্কিত পোস্ট