বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দোয়া চাইলেন মাহমুদউল্লাহ

ওমানের পথে বাংলাদেশের বিশ্বকাপ দল

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১ | ১২:০১ পূর্বাহ্ণ আপডেট: ৪ অক্টোবর ২০২১ | ৪:৩৬ অপরাহ্ণ
ওমানের পথে বাংলাদেশের বিশ্বকাপ দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নিতে ওমানে যাচ্ছে তারা। সর্বশেষ রাত দেড়টায় তাদের ফ্লাইট হলো। ওমানের উদ্দেশ্যে উড়াল দিল বাংলাদেশ দলকে বহনকারী বিমান। অবশ্য ওমানে ঘূর্ণিঝড় শাহীন আঘাত হানায় মুশফিক-মাহমুদউল্লাহদের আজই ঢাকা ছাড়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এই শঙ্কা কাটিয়ে ওমানে যাচ্ছেন তারা।

নির্ধারিত সময় ১০টা ৪৫ মিনিটের ফ্লাইটেই উড়াল কথা থাকলেও ফ্লাইট কয়েকবার করে পিছিয়েছে।

বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীর উদ্দেশ্যে শেষ বক্তব্য দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দোয়া চেয়েছেন দেশবাসীর। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমরা সবাই আপনাদের দোয়াপ্রার্থী। জাতি হিসেবে এবার খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে। শেষ কয়েক মাস আমরা যেরকম ক্রিকেট খেলেছি সেটা ধরে রাখতে পারলে আশা করি বিশ্বকাপেও ভালো ফলাফলই আসবে।’

অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। এমনিতে আইসিসির বড় আসরে মাহমুদউল্লাহর পারফরম্যান্স বরাবরই ভালো। ২০১৫ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যাট থেকে আসে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার। এবার সবার প্রচেষ্টায় ভালো কিছু করার আশা দেখাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘ভালো অনুভব করছি। এটি সম্মানের বিষয়। আমি সম্মানিতবোধ করছি। একই সঙ্গে এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। সবাই মিলে চেষ্টা করব এবং সবাই যেন নিজেদের দায়িত্বটা ভাগ করে নিতে পারি এবং আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি।’

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছে মাহমুদউল্লাহরা। চার দিনের অনুশীলনের পর দল যাবে আরব আমিরাতে। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর আবার ওমানে ফিরবে দল। ওমানে প্রথম রাউন্ডে বাংলাদেশ দল খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। এই পর্ব টপকে লাল-সবুজ জার্সিধারীদের যেতে হবে আরব আমিরাতের সুপার-১২ রাউন্ডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

সম্পর্কিত পোস্ট