রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে নির্বাচন

এক উপজেলায় ১৩০ নৌকা প্রত্যাশী

প্রকাশ: ৪ অক্টোবর ২০২১ | ৩:৩১ অপরাহ্ণ আপডেট: ৪ অক্টোবর ২০২১ | ৩:৪৭ অপরাহ্ণ
এক উপজেলায় ১৩০ নৌকা প্রত্যাশী

আগামী ১১ নভেম্বর আসন্ন মীরসরাই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী হয়েছেন ১৩০ জন। রোববার (৩ অক্টোবর) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ছবি, এনআইডি আইডি কার্ড জমা নেওয়া হয়।

এদিকে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে একাধিক প্রার্থীর দৌড় দেখা গেলেও চমক লাগিয়ে নৌকা প্রতীকের একক প্রার্থী হয়ে আলোচনার শীর্ষ রয়েছে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সুলতান গিয়াস উদ্দিন জসিম, বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, এসএম আবুল হোসেন, মোহাম্মদ সেলিম, কামরুল হোসেন, জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সালা উদ্দিন, মোহাম্মদ সোয়াইব।

২ নং হিঙ্গুলী ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সোনা মিয়া, নাসির উদ্দিন হারুন, জয়নাল আবেদীন রানা, মোহাম্মদ হেঞ্জু মিয়া, হায়দার সালাউদ্দিন মাহমুদ, ইফতেখার উদ্দিন ভূঞা, মোশাররফ হোসেন, আলমগীর কবির চৌধুরী।

৩নং জোরারগঞ্জ ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার, আনোয়ার হোসেন ইমন, মো. আবুল কাশেম, ফিরোজ উদ্দিন বাদল, নুর মোহাম্মদ সেলিম, মো: নুরুল হক ভূঁঞা, নিজাম উদ্দিন, প্রসার কান্তি বড়ুয়া, মকসুদ আহাম্মদ চৌধুরী।

৪নং ধুম ইউনিয়ন থেকে মোহাম্মদ জহির উদ্দিন চৌধুরী, আবদুল মোনায়েম খান, বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর, মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী।

৫নং ওচমানপুর ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন মহি উদ্দিন নিজামী, আশরাফুল্লা চৌধুরী, মোঃ লেয়াকত আলী, ইকবাল হোসেন লিটন, বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল হক, মোবারক হোসেন মুন্না, মো. ফারুক বাবুল, মো. মোজাম্মেল হক, মো. শাহ আলম, মোশাররফ হোসেন, মো. রেজাউল করিম, মো. ফরিদুল আলম জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

৬নং ইছাখালী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান নুরুল মোস্তফা, আবুল কাশেম ভূঁইয়া, মোহাম্মদ নুরুল মোস্তফা, সিরাজুল ইসলাম, মেজবাউল আলম, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আলী আহম্মদ, আবুল বশর মিয়াজী, এমএম নুরুল আবছার, এসএম আবু সুফিয়ান।

৭নং কাটাছরা ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন হাজী আবুল বশর, সাহাদাত হোসেন মনসুর, শফিউল আলম খন্দকার, হাজী মো. আবুল কাশেম, রফিকুজ্জামান, নজরুল ইসলাম, মো. নুর উল্লাহ, নুরুল আবছার, বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী।

৮নং দূর্গাপুর ইউনিয়ন থেকে কামরুল আহসান হাবীব, সাইফুল ইসলাম খোকা, বর্তমান চেয়ারম্যান এসএম. আবু সুফিয়ান বিপ্লব, ফরিদ আহম্মদ আরজু, অণির্বান চৌধুরী রাজিব, নাজিম উদ্দিন রুবেল জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

৯নং মিরসরাই ইউনিয়ন থেকে মোহাম্মদ সামছুল আলম দিদার, খাইরুল বাশার ফারুক, রবিউল হোসেন, বর্তমান চেয়ারম্যান এমরান উদ্দিন, এএফএম ডা. শহিদুল্ল্যা, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. সাইফুল্ল্যা দিদার, আবদুল্লা আল মামুন।

১০ নং মিঠানালা ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন কাজী জাহাঙ্গীর আলম, মো. ইউনুস মিয়া, মো. শরীফ উল্ল্যাহ, এস.এম. আবু তাহের ভূঞা, বর্তমান চেয়ারম্যান এমএ কাশেম, বাবুল রায় চৌধুরী, মো. নিজাম উদ্দিন, মো. আবু জাহেদ, শেখ মইনুল হাসান (রাজু), শরীফ উদ্দিন চৌধুরী শোভন, নাজমুল হাসান পিন্টু।

১১ নং মঘাদিয়া ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, তোফায়েল উল্যা চৌধুরী নাজমুল, মহিউদ্দিন চৌধুরী, মো. নুরুল গনি, শাহীনুল কাদের চৌধুরী, মো. বেলাল উদ্দিন, হারুন অর রশিদ, তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, মো. সাইফুল ইসলাম, মিহির কান্তি নাথ, আরিফ মাইন উদ্দিন।

১২ নং খইয়াছড়া ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন আবদুল হাকিম, মাহফুজুল হক জুনু, মাহফুজুল আলম মাহফুজ, এসএম সরওয়ার উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, খাজা মাঈন উদ্দিন, সাবের আহমেদ নিজামি, বর্তমান চেয়াম্যান জাহেদ ইকবাল চৌধুরী।

১৩ নং মায়ানী ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী, মামুনুর রশিদ, আবু জাফর নিজামী, মো. আলী আকবর, মো. নাসির উদ্দিন, এবিএম একরামুল্লা কিশোর, সঞ্জয় বড়ুয়া, গিয়াস উদ্দিন, আবুল হোসেন বাবুল, শেখ গোলাম সরওয়ার, আবু হেনা বাদশা, ওমর ফারুক।

১৪ নং হাইতকান্দি ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, মোশাররফ হোসেন শিমু, নির্মল চন্দ্র নাথ, মুসলিম উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, আমিনুর রহমান চৌধুরী হারুন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।

১৬ নং শাহেরখালী ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মো. হাসান মাহফুজ, মুজাহিদ হোসেন মো. শাহরিয়ার, নুরেরনবী, সরওয়ার হোসেন (রিপন), ফজলুল করিম চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ১৬টি ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের জন্য ১৩০ জন নেতা দলীয় মনোনয়ন চেয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নামের তালিকা বায়োডাটা, ছবি ও ভোটার আইডি কার্ড সংগ্রহ করা হয়েছে। প্রার্থীদের নাম উল্লেখ পূর্বক প্যাডে ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষর করে কেন্দ্রে পাঠানো হবে। চূড়ান্ত প্রার্থীর নাম কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষণা করবে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট