শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তর আমিরাতের বাংলাদেশ মিশন সামাজিক সংগঠনের ইফতার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ৫:৫০ অপরাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১১:২০ অপরাহ্ণ
উত্তর আমিরাতের বাংলাদেশ মিশন সামাজিক সংগঠনের ইফতার

প্রবাসীদের দুয়ারে দুয়ারে কনস্যুলেট সেবা পৌঁছে দিতে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ মিশন সামাজিক সংগঠন গুলোর সাথে কাদেঁ কাদঁ মিলিয়ে কাজ করতে চায়।প্রবাসে অবস্থানরত নানা শ্রেণি-পেশার মানুষদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি , শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ নানাবিধ কার্যক্রমে সফলতা আনতে তারা প্রবাসে গড়ে ওঠা সামাজিক সংগঠন গুলোকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে ।

ইতিমধ্যে আমিরাতের বিভিন্ন স্থানে দুয়ারে কনসুলেট কার্য্যক্রম চালু করেছেন বাংলাদেশ মিশন। পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর ইফতার আয়োজনে কনসুলেট কার্যক্রম প্রসঙ্গে প্রচারণা চালাচ্ছে। গতকাল প্রচারণার অংশ হিসেবে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল এম জামাল হোসেন হাজির হয়েছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে। ইতিমধ্যে করোনা মহামারী সহ নানাবিদ কল্যাণ মূলক কার্যক্রমে এ সংগঠনটি ভূমিকা রেখেছে।

উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাতে প্রায় শতাধিক সামাজিক সংগঠন রয়েছে, কোন কোন সংগঠনের সদস্যরা সঞ্চয় এর মাধ্যমে যৌথভাবে বাংলাদেশে বিনিয়োগ করেছে। তাছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য তুলে ধরতে এই সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম।

সম্পর্কিত পোস্ট