রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের হামলার জেরে রাশিয়ান শহরে স্কুল ও দোকানপাট বন্ধ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১০:০০ অপরাহ্ণ আপডেট: ১৭ মার্চ ২০২৪ | ১০:০০ অপরাহ্ণ
ইউক্রেনের হামলার জেরে রাশিয়ান শহরে স্কুল ও দোকানপাট বন্ধ

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে বিমান হামলার জেরে সেখানকার স্কুল ও দোকানপাট বন্ধ রাখা নির্দেশ দিয়েছে কতৃপক্ষ। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। খবর বিবিসির

বেলগোরোদের গভর্নর ভ্যাচেসলাভ গ্লাদকভ বলেন, শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলাকালীন সময়েই হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।

গ্লাদকভ জানান, একটি গাড়ি পার্কিংয়ে হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং তার সন্তান আহত হয়েছে। তাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

গভর্নর ভ্যাচেসলাভ জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

তিনি আরও বলেন, নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী সোমবার ও মঙ্গলবার বেলগোরোদজুড়ে সব স্কুল বন্ধ থাকবে এবং রোববার ও সোমবার সব দোকানপাট বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বেলগোরোড এবং কুরস্ক অঞ্চল ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে শনিবার মস্কোর দক্ষিণ-পূর্বের সামারা অঞ্চলেও হামলা হয়। অঞ্চলটির গভর্নর দিমিত্রি আজারভ জানিয়েছেন, তাদের দুইটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে ইউক্রেনের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কিয়েভের এসবিইউ গোয়েন্দা সংস্থা সামারা অঞ্চলের সিজরান, নোভোকুইবিশেভস্ক এবং কুইবিশেভস্ক তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কিন্তু বেলগোরোডে হামলার বিষয়ে কিয়েভ কোনো মন্তব্য করেনি।

সম্পর্কিত পোস্ট